২০১৯ সালে আমাদের সেরা অয়েল খেতাবপ্রাপ্ত সুগন্ধি। ১৯ সালের রমাদানে আমাদের শপ থেকে যারাই আতর কিনেছেন মোটামুটি সবাই পোলো ব্লু অর্ডার করেছেন। এখানে অবশ্য জনৈক কাস্টমারের কারসাজি ছিল। তিনি পোলো ব্লু সম্পর্কে এমন ভাষায় রিভিউ লিখেছিলেন যে সেই একটা রিভিউ থেকে কয়েক কেজি পোলো ব্লু যোগান দিতে হয়েছে আমাদের। বিশ্বাস করেন, আমরা সেই কাস্টমারকে মোটেও প্রলুব্ধ করি নাই।
সত্যিকার অর্থে, পোলো ব্লু ইউনিক একটি সুগন্ধি। রিফ্রেশিং ক্যাটাগরিতে ফেলতে চাই। পোলো ব্লুর নাম আসলেই সমুদ্র সৈকতের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে। সূর্যাস্তের সময় নীলাভ সৈকতের সামনে দাঁড়িয়ে মুক্ত বাতাসে সজোরে শ্বাস নিলে যে প্রশান্তি পাওয়া যায় সেই অনুভূতির ছোঁয়া এনে দিতে পারে পোলো ব্লু।
****
ফটোগ্রাফির সময়ে আলোর রিফ্লেকশান, ক্রেতার ডিভাইসের ব্রাইটনেস ইত্যাদির কারনে প্রদত্ত কালারের সাথে বাস্তবে আতরের কালারের কিছুটা তারতম্য হতে পারে।